সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সুন্দরী কমলা’, দুর্দান্ত এক মিউজিক ভিডিও! জনপ্রিয় লোকসঙ্গীত ‘কমলা সুন্দরী’র reprised version হিসেবেই এই মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।
গানটি গেয়েছেন পৌলমী ঘোষ এবং পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে ছিলেন সোমু মিত্র। এই মিউজিক ভিডিওতে পৌলমীর সঙ্গে দেখা যাবে পায়েল রায়কে। ‘চারুলতা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল।
উল্লেখ্য, লোক আঙ্গিক বজায় রেখেই এই গানটিকে তৈরি করা হয়েছে। সেই হারিয়ে যাওয়া মাটির সুর, মাটির ছোঁয়া পরতে পরতে ফুটে উঠেছে এই গানের মাধ্যমে। এই গানটি হয়তো মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে কোনও এক নিঝুম গ্রামের দুপুরে, যেখানে প্রকৃতির বুকে এক চিলতে আনন্দে উপভোগ করতে মন ছুটে যাবে এদিক-ওদিক। ১৮ই নভেম্বর জি বাংলা মিউজিকে মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিওটি।