শীতকালে লেপের তলার উষ্ণ অনুভূতির মাঝে মনটা কেমন আনচান করে ওঠে একটা রোমহর্ষক গা ছমছমে বা রহস্যের গন্ধে মোড়া সিনেমার জন্য। একেই বিশ্বজোড়া এই মহামারীর ত্রাসে গত বছর বেশিরভাগ সিনেমাপ্রেমী মানুষদের হাত কামড়ে থাকতে হয়েছে। তবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বাজারে আসছে বিভিন্ন নতুন ধারার ছবি।
নতুন বছরে শীত যেতে না যেতেই সিনেমাপ্রেমী, বিশেষত রহস্যপ্রেমীদের জন্য বড় পর্দায় আসতে চলেছে পরিচালক রিনো দত্তের ক্রাইম ড্রামা “সিটি অফ জ্যাকলস”।
উল্লেখ্য এটি পরিচালকের প্রথম ছবি।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নামজাদা অভিনেতা অভিনেত্রীরা যেমন, জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখার্জী, খরাজ মুখার্জী, দেবপ্রসাদ হালদার, অমিত সাহা, আর.কে.সিং প্রমুখ। উল্লেখ্য এই ছবির প্রযোজক আর.কে.সিং ।
টিমের অন্দরে ঢুঁ মেরে জানা গেল ছবির শুটিং অনেকটাই হয়ে গেছে। কলকাতাতেই হয়েছে ছবির শুটিং।
গল্পের বিষয় জানা গেল
এটি বেশ অন্য ধারার ক্রাইম থ্রিলার। গল্পে এক ব্যক্তি হঠাৎ একটি টাকার ব্যাগ পান। তারপর নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন দেখেন। কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয়!
জীবন অন্য মোড় নেয়। এবার প্রশ্ন হল তার সব স্বপ্ন কি বাস্তবায়িত হবে?
পরিচালক রিনো দত্ত এই ছবিটি নিয়ে আশাবাদী। তাঁর এবং গোটা টিমের দাবি শুটিং কলকাতাতে হলেও দর্শক পর্দায় এক অন্য কলকাতাকে দেখতে পাবে। ছবির পরতে পরতে থাকবে থ্রিলারের স্বাদ।
এই ছবিতে রহস্য রোমাঞ্চের মশলা কেমন থাকবে, তার জন্য আমাদের সকলকেই এই বছরের মার্চ মাস অবধি অপেক্ষা করতে হবে।