বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের কথা মাথায় এলেই বিপাশা বসুর নাম উঠে আসে।
মূলত থ্রিলার এবং হরর ফিল্মে তিনি বিশেষ দক্ষ।
সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে একটি ছবি।
একটি মেয়ের সঙ্গে এক ফ্রেমে বসে আছেন বিপাশা।
নীচে ক্যাপশনে বিপাশা লিখেছেন, “শুভ জন্মদিন নীয়া। তুমি যেদিন থেকে এসেছ সেদিন থেকেই আমাদেরকে আলোয় ভরিয়ে দিয়েছ। ঈশ্বর তোমার সাথে থাকুন এবং তোমার সব ইচ্ছা পূরণ হোক। তোমার জন্য অনেক ভালোবাসা।”
সেই ছবি ঘিরে দর্শকমহলে উঠছে নানা প্রশ্ন।
কে এই মেয়ে?
সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মেয়েটি আর কেউ নয়,
বিপাশার ভাইঝি।
জন্মদিনে ভাইঝিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।
বিপাশার প্রেগন্যান্সি নিয়ে বারবার গুজব ছড়িয়েছে।
বিপাশার কথায়, যতবার তাঁর ওজন বেড়েছে ততবারই সবাই মনে করেছেন বিপাশা মা হতে চলেছেন।
তবে সত্যিই তিনি মা হতে চান।
সন্তানের বিষয়ে করণ বলেন, সন্তান না থাকলেও তাঁরা দত্তক নিতেই পারেন।
2016 সালে বিপাশা বসুর সাথে বিয়ে হয় করণ সিং গ্রোভারের।
এটি করণের তৃতীয় বিবাহ।
করণের সঙ্গে বিয়ের আগে জন আব্রাহামের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন বিপাশা।
তবে এখন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বিপাশা আর করণের এক সঙ্গে ছবি দেখে বোঝা যায় যে তাঁরা এখন চুটিয়ে সংসার করছেন।