আজ তাঁর 74 তম জন্মদিন।
দীর্ঘদিন ধরেই তিনি বলিউড থেকে বিচ্ছিন্ন।
তাই তাঁর ভক্ত মহলে বারবার প্রশ্ন উঠছে কেমন আছেন তিনি?
অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রিতে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছিল না।
তাই গুজব রটে ছিল যে তিনি ক্যান্সারে আক্রান্ত। তাই তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না।
কিন্তু আদতে কেমন আছেন মুমতাজ?
আদৌ কি তিনি অসুস্থ্য নাকি তিনি আগের মতোই এক্কেবারে ফিট?
2020 সালে একটি সাক্ষাৎকারে মুমতাজ তুলে আনেন তাঁর জীবনের অজানা তথ্য।
এতদিন ধরে দর্শকের মনে তাঁকে নিয়ে যে প্রশ্ন ছিল তার অবসান ঘটিয়ে সেখানে তিনি জানান,
তিনি তাঁর বয়স নিয়ে মাথা ঘামাতে রাজিই নন। আদতে তাঁর যা বয়স তার থেকে অনেক কম বলেই মনে হয়।
এখনও পর্যন্ত অনেকে মনে করেন হয়তো তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন। তবে সেই ধারণা একে বারেই ভুল বলে দাবী করেন তিনি।
তিনি জানান, তাঁর
স্বামী এবং সন্তানেরা তাঁকে ভাল থাকার রসদ যোগান।
প্রতিদিন তিনি পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম করেন এবং তারপর ব্রেকফাস্ট করেন। ব্রেকফাস্টে থাকে- ডিম সিদ্ধ, টোস্ট আর উপমা।
লাঞ্চ এ দেড়টা রুটি, ভাত, ডাল এবং সবজি।
তবে রাতে তিনি বিশেষ কিছুই খান না।
বোঝাই যাচ্ছে তিনি তাঁর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন।
এমন ঘটনাও ঘটেছে, বারবার মিডিয়াতে তাঁর মৃত্যুর ভুল খবর সম্প্রচারিত হয়েছে।
1947 সালে 31শে জুলাই মুম্বই এর মহারাষ্ট্রে তাঁর জন্ম।
অভিনয় জীবনে পেয়েছেন অসংখ্য সম্মান।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এছাড়াও ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
বহুমুখী অভিনেত্রী ছিলেন তিনি।
অভিনয় জীবনের শেষে তিনি স্বামী এবং সন্তানদের সঙ্গে লন্ডনে জীবন কাটাচ্ছেন।
তাঁকে নিয়ে যে খবর বারবার উঠে এসেছে তা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে।